ফেনীর ‘চিকেন নেক’-এ ভারতের ৯০০ একর
বাংলাদেশের ভৌগোলিক গঠন অনেকটাই জটিল এবং সংবেদনশীল। বিশেষ করে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, যেখানে ফেনী জেলার সোনাগাজী উপজেলা এবং চট্টগ্রামের মীরসরাই উপজেলা মিলিয়ে গড়ে উঠেছে এক সংকীর্ণ ভূখণ্ড, যা দেশের মূল ভূখণ্ডকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সঙ্গে যুক্ত রেখেছে। ভূ-রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই অঞ্চলটিই বাংলাদেশের ‘চিকেন নেক’ হিসেবে পরিচিত—a narrow strip of land that connects and holds together vital parts of the nation.