মৃত্যু দিয়েই ‘সিআইডি’ এসিপি প্রদ্যুমনের বিদায়
প্রায় দুই দশকের স্মৃতি, রোমাঞ্চ আর ‘কিছু তো গড়বড় হ্যায়’, ‘দয়া, দরওয়াজা তোড়ো!’ সংলাপ—সবকিছুর মধ্য দিয়ে গড়ে উঠেছিল একটি কাল্ট ফলোয়িং। এসিপি প্রদ্যুমন, মানে শিবাজি সাতম, সেই ঐতিহাসিক চরিত্রটি এবার সত্যি সত্যিই বিদায় নিচ্ছেন। আর সেটা হবে মৃত্যুর মধ্য দিয়ে—একটি বিস্ফোরণের দৃশ্যে পর্দায় তার শেষ উপস্থিতি।