‘হেবায়’ হেবাকাণ্ড! টিউলিপের ফ্ল্যাট গেলো কোথায়?
রাজনীতির অলিগলিতে যদি হঠাৎ করে টিউলিপ সিদ্দিকের মতো একজন ‘গুড স্যামারিটান’ বেরিয়ে আসেন, তবে ধরে নিতে হবে, কিছু একটা ‘গড়বড়’ হচ্ছে। হ্যাঁ, এবার তার হাত থেকে এসেছে এক নতুন নাটক—যেটি ৬ লাখ পাউন্ডের ফ্ল্যাটকে কেন্দ্র করে পাল্টে দিচ্ছে বাংলাদেশের রাজনীতির সমীকরণ।