লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৮ জানুয়ারি ২০২৫, বুধবার লন্ডন পৌঁছেছেন। বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকও উপস্থিত ছিলেন, যিনি তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। বিমানবন্দরে পৌঁছানোর পর খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হতে পারে। এজন্য প্রস্তুত রাখা হয়েছে একটি অ্যাম্বুলেন্স।