মিরপুরের শাহআলীবাগে নতুন ভাড়াটিয়াকে অপদস্থ
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৪টা। আকস্মিক বেশ কিছু মানুষের গলার আওয়াজে মহল্লার অনেকের ঘুম ভাঙ্গে। মহল্লার প্রত্যক্ষদর্শীরা বলছেন, আমরা বেলকনিতে এসে গলা উঁচিয়ে দেখছি ১০/১২ জন তরুণ একজন বয়স্ক লোকের সঙ্গে ধ্বস্তাধস্তি করছে।