রাজনৈতিক বিতর্কে আড়াল হচ্ছে আওয়ামী লুটপাট
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, চুরি এবং লুটপাট নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে এগুলো আড়াল হয়ে যাচ্ছে। তিনি জানান, যদি এসব না বলা হয়, তাহলে জনগণ ভুলে যাবে যে আওয়ামী লীগ কীভাবে দুর্বৃত্তায়ন করেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সেখানে বিদ্যুৎ খাতে দুর্নীতি নিয়েও আলোচনায উঠে আসে।