মোদির বোধোদয়, ইউনূসের সঙ্গে বৈঠকে রাজী
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমসটেক (BIMSTEC) সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি দুই নেতার প্রথম সরাসরি বৈঠক হতে যাচ্ছে এবং এতে দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।