প্রেমিকের হাতে ১৪০ নারী খুন হন প্রতিদিন
নিজ বাড়িও অনিরাপদ রয়ে গেছে নারীদের জন্য। নিজের পরিবার বা কাছের মানুষদের কাছেও নিরাপদে নন তারা। গত কয়েক দশকে যত নারী খুন হয়েছেন, তাদের খুনিদের অধিকাংশই কোনো না কোনো সময় তাদের ভালোবাসার মানুষ বা স্বজন ছিলেন। ভালোবাসার রহস্য বুঝি এখানেই! বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী তার প্রেমিক কিংবা পরিবারের সদস্যের হাতে প্রাণ হারাচ্ছেন।