নরসিংদীর এসপি হান্নানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
নরসিংদীতে মাদকবিরোধী অভিযান ও আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখায় জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল হান্নান মাদক সিন্ডিকেটের অপপ্রচারের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক কর্মকর্তা ইন্সপেক্টর এস এম কামরুজ্জামান সামাজিক ও গণমাধ্যমে এসপির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বলে জানা গেছে।