সংখ্যালঘুদের ওপর হামলা রাজনৈতিক
২০২৪ সালের ৪ আগস্ট থেকে সংখ্যালঘুদের ওপর যেসব আক্রমণ হয়েছে প্রকৃতপক্ষে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত ছিল বলে উঠে এসেছে পুলিশের এক প্রতিবেদনে। উল্লেখ্য, সরকার ইতোমধ্যে এসব হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি ঘোষণা করেছে। পুলিশ শনিবার (১১ জানুয়ারি) এ প্রতিবেদন প্রকাশ করে।