রোজার পণ্যের বিপুল আমদানি
চলতি মাসের শেষে শুরু হবে মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। ইফতার ও সেহরিতে ধর্মীয় নানা রীতিনীতির সঙ্গে ঐতিহ্যের সমন্বয়ে এ সময়ে যৎসামান্য পরিবর্তন ঘটে খাদ্যাভ্যাসের। এসময় চাহিদা বাড়ে ভোজ্যতেল, খেজুর, চিনি, পেয়াজ, আলু, ছোলাসহ নানা পণ্যের। ভোক্তার বাড়তি চাহিদার জোগান দিতে প্রস্তুতি নেন ব্যবসায়ীরা। এবারও ঠিক তাই হচ্ছে, অনেক আগে থেকেই রমজানের প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা।