ঈদবাজারে নারীদের পছন্দের শীর্ষে পাকিস্তানী তাওয়াক্কল
নীলফামারীর সৈয়দপুরে জমে উঠেছে ঈদবাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে জমজমাট বেচাকেনা। ফুটপাত থেকে শুরু করে অভিজাত দোকানগুলো এখন সরগরম ক্রেতাদের ভিড়ে। বাজারের নিউ ক্লথ মার্কেট, রেলওয়ে নিউ সুপার মার্কেট, সৈয়দপুর প্লাজার বিভিন্ন বিপনি বিতান ও দোকানগুলোতে দিন রাতে সমানতলে ভিড় বাড়ছে।