মুজিববর্ষ উদযাপনের নামে ৪ হাজার কোটি টাকা লোপাট
শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘মুজিববর্ষ’ কর্মসূচিতে প্রায় চার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় ব্যয়, ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণ ও সংশ্লিষ্ট অর্থের ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।