রিয়াল মাদ্রিদকে বাঁচিয়ে দিলো অতিরিক্ত সময়
কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ লেগানেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয় নিয়ে খুব বেশি সংশয় ছিলো না সমর্থকদের। কিন্তু বাস্তবতা হলো, লেগানেস তাদের কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছিলো। দুই গোলে এগিয়ে যাওয়ার পরও রিয়ালকে ঘাম ঝরিয়ে জয় আদায় করতে হয়েছে, আর সে জয় এসেছে একেবারে শেষ মুহূর্তে।