ভেসে গেলো উপকূলের ঈদ, পানিবন্দি ১৫ হাজার মানুষ
ঈদের খুশির দিনে সাতক্ষীরা উপকূলে পানিতে ভেসে গেছে আনন্দ। আশাশুনি উপজেলার বিছট এলাকায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে আটটি গ্রাম প্লাবিত হয়েছে। ঈদের দ্বিতীয় দিনেও বিকল্প বাঁধ নির্মাণ সম্ভব না হওয়ায় পানিবন্দি অবস্থায় রয়েছেন ১৫ হাজার মানুষ। পানিতে তলিয়ে গেছে ২০০ বিঘা জমির ধান, ৪ হাজার বিঘার অধিক চিংড়ি ঘেরসহ প্রায় ৮ শতাধিক বসতবাড়ি।