মিছিল-সমাবেশে বল প্রয়োগ সংক্রান্ত হাইকোর্টের ৭ দফা নির্দেশনা
শান্তিপূর্ণ মিছিল, সমাবেশ ও জনসভায় অংশগ্রহণের অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। তবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো শুধুমাত্র কঠোর প্রয়োজনেই প্রয়োজনীয় পরিমাণে বল প্রয়োগ করতে পারবে বলে হাইকোর্ট রায় দিয়েছেন। সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এ রায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাতটি নির্দেশনা দেয়া হয়েছে।