না বুঝে পঠিত পুস্তকেরই এত ক্ষমতা! আর বুঝে পড়লে আপনিই সেরা
আচ্ছা আপনার দ্বারা এমন কি কখনও হয়েছে, যেমন একটি পুস্তক যা আপনি বুঝতে পারেন না, কিন্তু সে পুরো পুস্তকটি আপনি শুরু থেকে শেষ অবধি পড়েছেন? কিন্তু বিশ্বাস না হলেও সত্যি যে, এরকম একটি গ্রন্থ আছে যা এ পৃথিবীর হাজার নয়, কোটি কোটি মানুষ না বুঝেই পড়ে থাকেন। বলতে পারবেন সেটি কোন পুস্তিকা?