ভারতের ভিক্ষার থলে, হচ্ছে কী মোদির হাত গলে?
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার একাধিক দৃষ্টিকটূ ও আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে শুধু দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতাকেই হুমকির মুখে ফেলেনি, বরং দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গেও সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করেছে। এসব সিদ্ধান্ত শুধু ভারতের কূটনৈতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং একটি বৃহৎ অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিকে ধীরে ধীরে একটি একঘরে রাষ্ট্রে পরিণত করছে।