সিলেটের লড়াই থামিয়ে ঢাকার দ্বিতীয় জয়
শেষ ওভারে সিলেটের প্রয়োজন ২৩ রান। মুস্তাফিজুর রহমানের প্রথম বলই ছক্কায় উড়িয়ে দিলেন সামিউল্লাহ শিনওয়ারি। পরের বল ওয়াইড, এরপর আরেকটি চার। ম্যাচে তখন দারুণ নাটকীয়তা। টিভি পর্দায় ফুটে উঠল ঢাকার কোচ খালেদ মাহমুদের চিন্তিত চেহারা। তার মুখভঙ্গি বলছিল, ‘এই ম্যাচও হারতে হবে!’