ছাত্রলীগ বরকে বিয়ের আসরে গণপিটুনি
বিয়ের সাজে ছিলেন বর। চারপাশে আলো, আত্মীয়স্বজন, আর গায়ে হলুদের রেশ। কিন্তু হঠাৎই সে বিয়ের আসর বদলে গেল উত্তপ্ত গণপিটুনির মঞ্চে। বরের শেরওয়ানি খুলে জ্বালিয়ে দেয়া হলো আগুনে, আর পুরো ঘটনা রূপ নিলো এক নাটকীয় গ্রাম্য সালিশে। যেখানে শেষ পর্যন্ত বরকে ৯ লাখ টাকা জরিমানায় ছাড়া পেতে হয়।