স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার আজ থেকে
‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের দিনে আজ বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট-সেবা ব্যবহার শুরু হচ্ছে। এ সম্মেলনে উপস্থিত সব অংশগ্রহণকারী এ সেবা ব্যবহার করতে পারবেন। এছাড়া, সম্মেলনের কার্যক্রম স্টারলিংকের ইন্টারনেটের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।