গাজার ৯২ শতাংশ বাড়ি ধ্বংসস্তুপ: জাতিসংঘ
দীর্ঘ ১৫ মাস যুদ্ধের পর গাজায় রোববার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। অনেক ফিলিস্তিনি এরইমধ্যে বাড়িতে ফিরতে শুরু করেছেন। এনিয়ে অনেকে উল্লাস করছেন। তবে অনেকের মধ্যেই বিষাদের সুর। কেননা তাদের সাজানো বাড়ি আর বাড়ি নেই, ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।