ইসরাইলি শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার পদত্যাগ
গাজা যুদ্ধে ব্যর্থতার দায়ে ইসরাইলের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা পদত্যাগ করেছেন। যদিও ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে যে, তিনি গাজা যুদ্ধে ইসরাইলি শাসনের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণে পদত্যাগ করেছেন। বিশেষ করে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল বা পরাজিত করতে না পারা ছিল তার পদত্যাগের প্রধান কারণ।