আওয়ামী লীগ নিষিদ্ধের জোর দাবি এনসিপির
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্য প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে, ফ্যাসিস্টদের পুনর্বাসন হবে, এমন বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম । শুক্রবার (২১ মার্চ) বাংলামোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, অভ্যুত্থানের সাত মাস পার হয়ে গেছে, কিন্তু গণহত্যাকারী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।