শৈশবের ঈদ বনাম বর্তমানের ঈদ: বদলে যাওয়া সময় ও অনুভূতি
ঈদ মানেই আনন্দ, উৎসব, পরিবার-পরিজনের সঙ্গে কাটানো দুর্দান্ত কিছু মুহূর্ত ও স্মৃতি। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঈদ উদযাপনের ধরনেও এসেছে নানা ভিন্নতা। এক সময় ঈদ মানে ছিলো চিরচেনা কিছু অনুভূতি—‘চাঁদ দেখার অপেক্ষা, নতুন পোশাকের উন্মাদনা, আত্মীয়-স্বজনের সঙ্গে মিলিত হওয়ার আনন্দ’। কিন্তু প্রযুক্তির উৎকর্ষ, নগরায়ণ ও ব্যস্ত জীবনের কারণে এখন ঈদের সে আবহ অনেকটাই বদলে গেছে।