‘বারডেম’, এক মৃত্যুকুপের নাম!
হাসপাতাল বা চিকিৎসালয়ে অসুস্থ মানুষ আসে সুস্থ হয়ে বাড়ি ফেরার আশায়। কিন্তু, সেখানে মানুষদের ফিরতে হচ্ছে অর্ধমৃত নয়তো লাশ হয়ে। যেনো মৃত্যুর প্রবেশদ্বার হয়ে অন্ধকার মায়াজাল ছড়িয়ে জরুরিসেবা বা ইমার্জেন্সী প্রবেশ পথ হা করে বসে আছে।