মেট্রোরেল কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার
আড়াই ঘণ্টার কর্মবিরতির পর কাজে ফিরেছেন মেট্রোরেলের কর্মীরা। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে আবারও একক যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এমআরটি পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। কর্মবিরতি পালনকারীদের সঙ্গে কথা হয়েছে, তারা কাজে ফিরেছেন।