ভূমধ্যসাগর উপকূলে ২০ বাংলাদেশির লাশ উদ্ধার
লিবিয়ার ভূমধ্যসাগরের উপকূলবর্তী তীর থেকে অন্তত ২০ বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ দেশটির পূর্বাঞ্চলের ব্রেগা উপকূলীয় তীরে ভেসে এসেছে বলে জানা গেছে। স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটি বিষয়টি নিশ্চিত করেছে। যদিও দেশটির কর্তৃপক্ষ নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি বলেই দাবি করেছে।