বছরে ৮ লাখের বেশি মানুষ বিদেশ যাচ্ছে চিকিৎসা নিতে
সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও বাংলাদেশের ৮ লাখেরও বেশি মানুষ প্রতি বছর ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ ১৯টিরও বেশি দেশে যাচ্ছেন চিকিৎসা নিতে। যাদের অধিকাংশের গন্তব্য ভারত। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, এ ধারা রোধ করতে হলে আন্তর্জাতিক চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করে অঙ্গ প্রতিস্থাপন, ক্যানসার চিকিৎসা ও উন্নত সার্জারির মতো উচ্চমূল্যের চিকিৎসায় সরকারের আর্থিক সহায়তা প্রদান জরুরি।