লাখো মানুষের বুলন্দ গর্জনে ‘মার্চ ফর গাজা’ পালিত
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা ও বর্বর আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক গণজমায়েতে লাখো মানুষের উপস্থিতি এক ঐতিহাসিক সংহতির দৃশ্য রচনা করেছে। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশে’র আয়োজনে শনিবার (১২ এপ্রিল) এ কর্মসূচি, ঘোষণাপত্র পাঠ, স্লোগান, বক্তৃতা ও মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়, যা গাজাবাসীর পাশে বাংলাদেশের অটল সমর্থনের প্রতিফলন।