জামিনে কারামুক্ত সাবেক এমপিকে গণধোলাই
সিরাজগঞ্জ শহরের আকাশে তখনও পূর্ণিমার আলো ঝলমল করছে না, কিন্তু বড় পুল এলাকায় বোধহয় বজ্রপাত ঘটে গেছে। কারণ, সেদিন সন্ধ্যায় এক অতি দুর্লভ প্রাণীর দেখা মেলে—জেলফেরত এক সাবেক এমপি! জামিনে মুক্তির পর তিনি হয়তো ভাবছিলেন, ভক্তরা নিশ্চয়ই ফুল দিয়ে বরণ করবে! কিন্তু আফসোস! তার ভাগ্যে ছিল জুতার মালা, গণধোলাইয়ের পালা।