সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়
কাদের গণি চৌধুরী রংপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজিত সাংবাদিক সমাবেশে সাংবাদিকদের প্রতি গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, সাংবাদিকতা অবশ্যই পুরো সত্য তুলে ধরতে হবে, কোনো ধরনের ভয় বা লোভের ঊর্ধ্বে উঠে। সাদাকে সাদা ও কালোকে কালো বলতে হবে। তিনি আরও বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এবং ন্যায্য থাকতে হবে, এবং নিজেদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে রিপোর্টে প্রবাহিত করতে না দিয়ে ঘটনাটি যথাযথভাবে তুলে ধরতে হবে।