ঈদের ছুটিতে বাড়ি ফেরার আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই পরিবারের সান্নিধ্যে ফিরে যাওয়ার উচ্ছ্বাস। দীর্ঘ অপেক্ষার পর প্রিয়জনদের সঙ্গে মিলিত হওয়ার এ উপলক্ষকে ঘিরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মনে কাজ করে এক অন্যরকম অনুভূতি। কেউ দিন গুনতে থাকেন, কেউ আগেভাগেই টিকিট কেটে রাখেন, আবার কেউ ব্যাগ গোছানোর আনন্দেও খুঁজে পান প্রশান্তি। বাড়ির উদ্দেশে যাত্রার শুরুতেই শিক্ষার্থীদের মনে বাজতে থাকে চেনা সুর— ‘সবপ্ন যাবে বাড়ি আমার’।
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০১:৩৮