স্নিকার্স, পেনসিল হিল, শখের জুতো রাখবেন কোথায়?
কেউ রকমারি ব্যাগ দেখলেই কিনে ফেলেন। কারও আবার শখ পোশাকের। কারও আবার নতুন, সুন্দর জুতো দেখলেই চোখ আটকে যায়। প্রয়োজন না থাকলেও কিনে ফেলেন। নানা জনের নানা শখ। কিন্তু সমস্যা হয় সে সব রাখা নিয়ে। এ যেমন জুতো। পোশাক তবু ওয়ার্ড্রোবের সংখ্যা বাড়িয়ে, এ দিক-ও দিক জায়গা করে রাখা যায়। কিন্তু জুতো!
রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭