ঈর্ষা-হিংসার রয়েছে ঈমান বিধ্বংসী অশুভ প্রভাব
হিংসা, ঈর্ষা, ঘৃণা এগুলো হলো নেতিবাচক আবেগ। অন্যের ভালো দেখলে যদি নিজের ভেতরে কোন কষ্ট, হাহাকার সৃষ্টি হয় সেটাই হিংসা বা ঈর্ষা। হতে পারে এমন যে আমি দারিদ্রতায় জীবন যাপন করছি, অথচ আমার শৈশবের সহপাঠি অনেক টাকা কড়ির মালিক হয়ে গিয়েছে। আমি কিছু্ই করতে পারলাম না, অপরদিকে আমার ভাই বাড়ি, গাড়ী, ফ্ল্যাট সবই করেছে। আমার টিনশেড বাড়ীর উল্টোপাশে আমার ভাইয়ের ৬ তলা বিল্ডিং।