একজন গিদাল নিজাম উদ্দিন
‘ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নিরবে সইবো...’, ‘এই যে দুনিয়া কিসের লাগিয়া, এতো যত্নে গড়াইয়াছেন সাঈ...’ সুরের মূর্ছনায় একটানা গেয়ে যাচ্ছেন অবলীলায়। কন্ঠ ও দোতারার সংমিশ্রণে এমনি যাদুকরী সম্মোহনী সুরে শত-শত আমজনতা বিমুগ্ধ।