‘হট্টগোল শিশু উৎসব’ শুরু
রাজধানীতে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘হট্টগোল শিশু উৎসব’। দুই দিনব্যাপী এ উৎসব ৩ জানুয়ারি শুরু হয়ে চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। এটি আয়োজন করা হয়েছে ধানমন্ডি-২৭ এর মাইডাস সেন্টারের ১২ তলায়। প্রথমবারের মতো আয়োজিত এ উৎসবের আয়োজন করেছে দেশি খাবারের রেস্তোরাঁ এন’স কিচেন এবং ইভেন্ট হাউস বর্তুল।