Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ৮ ফেব্রুয়ারি ২০২৫

সারজিসের ফেসবুক স্ট্যাটাস

সময় এখন বরিশালের! কি কও মনু?

সময় এখন বরিশালের! কি কও মনু?
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে উল্লেখ করেন, নাহিদ, হাসনাত আগে থেকেই বরিশালের জালে জামাই হিসেবে আটকা!

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সারজিস আলম তার ভ্যারিফাইড ফেসবুক পেজে এসব কথা বলেন। যা নিয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে।

তিনি স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, বিপিএলে চ্যাম্পিয়ন ট্রফিটাও গেলো বরিশালের ঘরে! নিজের কথা আর নাই বা বলি! সময় এখন বরিশালের! কি কও মনু?

সবার দেশে/এমকেজে