আয়নাঘরের আলামত ধ্বংসের দায় কার?
ছোট ছোট খুপরি। গা ছমছম পরিবেশ। আলোহীন এক একটি কামরা যেন গ্রামের মুরগির খাঁচা। বাইরের জগৎ থেকে পুরাই আলাদা। কোথায় আছেন, দিনের কোন সময় পার করছেন জানারও সুযোগ নেই। কোনো কোনও কক্ষ সাউন্ডপ্রুফ। যেসব কক্ষে থাকতো নির্যাতনের নানা সরঞ্জাম। না, এটি কোন রূপকথার গল্পের শুরুটা নয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী খুনি হাসিনার শাসনামলে ভিন্নমত দমনে গড়ে ওঠে এক একটি মরণ সেল। যেটি আয়নাঘর বা গোপন বন্দিশালা নামে পরিচিত।