সারপ্রাইজ
মধ্যরাত। বাবা-মা এখন অবসরে। মৃত্যুর জন্য অপেক্ষা। এই পৃথিবীতে এখন একটা ওয়াস্ট পেপার। হঠাৎ ঘরের বেইলটা বেজে উঠে। এতো রাতে কে এলো? বাবা এগিয়ে যান। কে? উত্তর আসে- মামা আমি মুগ্ধ! তুমি এতো রাতে কোত্থেকে? প্রশ্ন করতে করতে দরোজা খুলে। দরোজা দাঁড়িয়ে প্রবাসী ঐশ্বিক। পেছনেই মুগ্ধ! বাবা কাঁপতে থাকে। ঐশ্বিকের মাকে ডাকে। মা ছুটে এসে জড়িয়ে ধরে ছেলেকে। দুজনকে সারপ্রাইজ দিল ছেলে। বাবা-মা হারিয়ে গেলো অতীতে...